Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় পরিচয়পত্র সংশোধন
বিস্তারিত

জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২ নং সংশোধন ফরমে নির্ধারিত ফিস (১ম বার-২৩০/২য় বার-৩৪৫/পরবর্তীতে ৪৬০ টাকা) চালান/পেস্লিপ এর মাধ্যম জমা দিয়ে উপজেলা নির্বাচন অফিসে মূল আইডি কার্ড সহ আবেদন করতে হবে। আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে-

১। এস.এস.সি সনদ/রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।

২। অনলাইন জন্মসনদের সত্যায়িত কপি।

৩।পাসপোর্ট/নিকাহনামা/ওয়ারিশ সনদ/ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত কপি।

৪। পিতা/মাতা/ভাই-বোন/স্বামী-স্ত্রীর এনআইডি (যেটি প্রযোজ্য)।

৫। সংশোধনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।